পাকিস্তান ক্রিকেট দলের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ক্রিকেটারদের অভিযোগের পর পদত্যাগের সিদ্বান্ত নেন তিনি। হাফিজের সাথে সমঝোতার ভিত্তিতেই সর্ম্পক বিচ্ছেদ হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিবৃতিতে পিসিবি আরো জানায়, ‘পাকিস্তান ক্রিকেট দলের ডিরেক্টর হিসেবে গুরুত্বপূর্ণ অবদানের জন্য হাফিজের প্রতি বিসিবি আন্তরিকভাবে কৃতজ্ঞ। খেলাটির প্রতি হাফিজের ভালোবাসা এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে তার মেন্টরশিপ খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে বড় ভূমিকা রেখেছে। পিসিবির পক্ষ থেকে তার প্রতি শুভ কামনা।’
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর মিকি আর্থারের জায়গায় গত নভেম্বরে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পান হাফিজ। এরপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে ডিরেক্টরের পাশাপাশি দলের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। সূত্র : বাসস