সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ বলেছেন,কারো দিকে তাকিয়ে না থেকে আমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় একুশে ফেব্রুয়ারি। আমাদের মাতৃভাষা বাংলাভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবি আদায় করতে গিয়ে যারা শাহাদাত বরণ করছেন,তারা চেয়েছিলেন সর্বস্তরে বাংলা ভাষা চালু হবে,অফিসিয়াল ভাষা হবে বাংলা। তাদের স্বপ্ন ছিল অন্যায় অনাচার ও শোষণমুক্ত থেকে মুক্তি। কিন্তু দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার অর্ধ শতাব্দী পরও শহীদদের সেই স্বপ্ন আমরা করতে বাস্তবায়ন পারিনি।
তিনি গত বুধবার ২১ ফেব্রুয়ারি রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধানঅতিথির বক্তব্যে এ কথা বলেন। কালচারাল একাডেমির সেক্রেটারি ইবরাহীম বাহারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গবেষক কবি নাসির হেলাল,কবি শহীদ সিরাজী ও কথাসাহিত্যিক হারুন ইবনে শাহাদাত। আরো বক্তব্য রাখেন আকরাম মুজাহিদ,আবদুল্লাহ আল মামুন প্রমুখ। একুশের গান পরিবেশন করেন, এস এম শামীমুল হক,মুহাম্মদ শরিফুল ইসলাম ও সহশিল্পীবৃন্দ।