শাস্তির মুখে ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচ চলাকালীন লিওনেল মেসির নাম শুনে অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন তিনি। এ কারণে তাকে শাস্তি পেতে হতে পারে। জানা গেছে, নির্বাসিত করা হবে রোনালদোকে। সেই সাথে জরিমানাও করা হয়েছে তাকে। গত রোববার আল শাবাবের ঘরের মাঠে খেলা ছিল আল নাসেরের। ৩-২ গোলে শাবাবকে হারায় রোনালদোর নাসের। প্রথম গোল তিনিই করেন। কিন্তু একটা সময় পর্যন্ত দেখে মনে হচ্ছিল খেলা ড্র হবে। শেষ দিকে ব্রাজিলের টালিস্কার গোলে জেতে নাসের। ম্যাচ চলাকালীন রোনালদোর পায়ে বল গেলেই মেসির নাম নিয়ে চিৎকার করছিলেন শাবাব সমর্থকেরা। এই দৃশ্য সৌদি প্রো লিগে এর আগেও দেখা গেছে। দলের তৃতীয় গোলের পরও মেসির নামে চিৎকার থামেনি। তখনই দেখা যায়, প্রতিপক্ষ সমর্থকদের দিকে তাকিয়ে অশালীন অঙ্গভঙ্গি করছেন রোনালদো। বিষয়টি ভালোভাবে নেয়নি সৌদি ফুটবল সংস্থা। তদন্ত শুরু করেছে তারা। যা খবর, রোনালদোর শাস্তি শুধু সময়ের অপেক্ষা। বুধবারের মধ্যে তার শাস্তি ঘোষণা হয়ে যেতে পারে। জানা গেছে, দুই ম্যাচ নির্বাসিত করা হবে রোনালদোকে। পাশাপাশি আর্থিক জরিমানাও করা হবে। তেমনটা হলে সৌদি প্রো লিগে আল হাজমের বিরুদ্ধে খেলতে পারবেন না রোনালদো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে আল আইনের বিরুদ্ধেও নামতে পারবেন না সিআর৭। সূত্র : আনন্দবাজার