সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

চলতি বছর টানা তৃতীয় মাসে বাড়লো এলপিজির দাম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারো বাড়ানো হলো। ফলে চলতি বছর টানা তৃতীয় বার বাড়লো এলপিজির দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৪ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল রোববার বিকেল ৩টায় এলপিজির নতুন এ দাম ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম কার্যকর হবে আজ সন্ধ্যা থেকেই। এর আগে গত মাসের ৪ তারিখে ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করে বিইআরসি। কার্যকর হয় সেদিন সন্ধ্যা থেকেই।
তার আগে চলতি বছরের জানুয়ারি মাসে এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। এর আগে গত বছর এলপিজি ও অটোগ্যাসের দাম ৭ দফা বাড়ানো হয়েছিল, আর কমেছিল ৫ দফায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com