‘‘স্বাস্থ্য অধিকার নিশ্চিতে-কাজ করি একসাথে’’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর ও বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস, ডিএসকে, ওয়াইএমসিএ ও রুশা এর সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। শনিবার সকালে নানা আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আবাসিক মেডিক্যাল অফিসার মো. তানজিরুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাম্মৎ জেবুন্নেছা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রাকিবুল হাসান। অন্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, উপজেলা নির্বাচন অফিসার তপন চন্দ্র শীল, ডিএসকের সম্বয়কারী রুপন কুমার সরকার, কারিতাস প্রতিনিদি ছবি ¤্রং, আদিবাসী নেতা বাবুল খকসি প্রমূখ। পরবর্তিতে র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের চিকিৎসার মান বাড়াতে শিশু ওয়ার্ড উদ্বোধন করা হয়।