শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

সাজেকে সড়ক দুর্ঘটনায় ঈশ্বরগঞ্জের ৫ জনের মৃত্যু-পরিবারে শোকের ছায়া

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সাজেকে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পাঁচ জনের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে তিনজনের মৃত্যু। বুধবার বিকেলে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক উদয়পুর এলাকায় ওই দূর্ঘটনাটি ঘটে। সেই ঘটনায় ঈশ্বরগঞ্জ উপজেলার এরিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবার সূত্রে পাঁচজন মারা যায় বলে জানা যায়। গত মঙ্গলবার কাজের উদ্দেশ্য তারা বাড়ি থেকে বের হোন বলে জানান পরিবারের লোকজন। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত পাঁচজন হলো উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের শ্রীপুরজিথর গ্রামের চাঁন মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন বাবুল(২০), নজরুল ইসলামের ছেলে মোহন মিয়া(১৮), হেলাল উদ্দিনের ছেলে নয়ন মিয়া(২১) একই ইউনিয়নের গিরিধরপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে শাহ আলম(২৫)। এছাড়াও উপজেলার বড়হিত ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের রিয়াসত আলীর ছেলে এরশাদ মিয়া(৩৫)। তবে দূর্ঘটনায় নিহত তিন জনেন মৃত্যু নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান। তিনি বলেন ঘটনার পর সংশ্লিষ্ট থানা থেকে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আমাকে খবর দিয়েছে। সেই খবর পাওয়ার পর আমি নিহতদের পরিবরের কাছে থানার অফিসারদের দিয়ে মৃত্যুর খবরটি পৌঁছিয়ে দেই। উল্লেখ্য, গত বুধবার বিকেলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক উদয়পুর সীমান্ত সড়কে পাহাড় থেকে নামার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয় শ্রমিক বহনকারী ট্রাকটি। এতে ৯ জন নিহত ও ৬ জন গুরুতর আহত হয়। শ্রমিকরা কাজের উদ্দেশ্যে গত মঙ্গলবার নিজ নিজ এলাকা থেকে উদয়পুর যাচ্ছিলো। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে তাদের একটি ব্রিজের কাজ করার কথা ছিলো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com