চেক রিপাবলিকের প্রেসিডেন্ট পেত্র পাভেল মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার আঘাত ‘গরুতর নয়’ বলে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ মে) এ দুর্ঘটনা ঘটে বলে তার কার্যালয় জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পেত্র পাভেলের কার্যালয় জানায়, ‘তার আঘাত গুরুতর নয়, তবে প্রাগের মিলিটারি ইউনিভার্সিটি হাসপাতালে তার সংক্ষিপ্ত পর্যবেক্ষণের প্রয়োজন হবে।’ ৬২ বছর বয়সী পেত্র পাভেলকে কতদিন হাসপাতালে অবস্থান করতে হবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
২০২৩ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক ন্যাটো জেনারেল পেত্র পাভেল। এর কয়েক সপ্তাহ পরে তিনি একটি মোটরসাইকেলে প্রতিবেশী জার্মানির বাভারিয়া রাজ্যে যান।
গত বছর হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল। চেক গণমাধ্যম বলছে, প্রেসিডেন্ট একটি বন্ধ রেসিং সার্কিটে বিধ্বস্ত হয়েছেন এবং তাই পুলিশ দুর্ঘটনাটি তদন্ত করছে না। সূত্র : বিবিসি এবং এনডিটিভি