আসন্ন তৃতীয় ধাপে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে নির্বাচনী উক্ত এলাকা। প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় অপর প্রার্থী উপজেলা অঅওয়ামী লীগের সাধারন সম্পাদক সদ্য পদত্যাগপ্রাপ্ত পৌর মেয়র হারিচুর রহমান হারিচকে মোকাবেলার একই মঞ্চে মতবিনিময় সভা করেছেন অন্য তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী। শনিবার দিনভর উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী-বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান জামাল গোমস্তা, শিপ্রা রানী বক্তব্য রাখেন। এসময় মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন সান্টুসহ তিন প্রার্থীর কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই প্রার্থীদের ফুল দিয়ে বরন করা হয়। এসময় প্রার্থীরা গৌরনদীকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন উঠান বৈঠক। এদিকে প্রথমধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল সদর উপজেলার মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক নেতা এসএম জাকির হোসেনের সমর্থনে শনিবার বিকেলে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন, আমি মানুষের জন্য কাজ করতে চাই। প্রধানমন্ত্রী দেশে যেভাবে উন্নয়ন করেছেন তারই ধারাবাহিকতায় স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের হাতকে শক্তিশালী করতে আমরা সকলে একত্রিত হয়ে কাজ করবো। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে আপনাদের কেউ বলতে পারবেনা, যে চেয়ারম্যানকে কেউ পাশে পায়না, চেয়ারম্যান কোন কাজ করেনা। বরিশাল সদর উপজেলাবাসীর ইজ্জতহানী হয়, এমন কোন কাজ আমি করবোনা। চরকাউয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমান লিটনের সভাপতিত্বে উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। একইদিন সন্ধ্যায় চরমোনাই ইউনিয়নের বুখাই নগর বাজারে মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধণ করেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। এছাড়া দিনরাত মাঠ চোসে বেড়াচ্ছেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক খান মামুন। তার পক্ষে বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর পত্মি মহানগর নারী নেত্রী লুনা আব্দুল্লাহ, প্যানেল মেয় কহিনুর বেগম সহ মহিলা আওয়ামী নেতৃবৃন্দ মামুনের পক্ষে জোড়েসোড়ে প্রচার প্রচারনা করছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ এলাকার গ্রামগুলোতে। গণসংযোগ ॥ ব্যতিক্রমধর্মী গণসংযোগের মাধ্যমে বরিশাল সদর উপজেলাবাসীর মনজয় করে নিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিটি করপোরেশনের উন্নয়নের রূপকার প্রয়াত মেয়র আলহাজ্ব শওকত হোসেন হিরনের বিশ্বস্ত কর্মী মোঃ জসিম উদ্দিন। ফলে ক্রমেই উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের (তালা) প্রতীকের জয়জয়কার শুরু হয়েছে। প্রথমধাপের নির্বাচনে বরিশাল সদর উপজেলায় পাঁচজন চেয়ারম্যান, চারজন পুরুষ ভাইস চেয়ারম্যান ও তিনজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।