গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গত রবিবার ১২ই মে ইজিবাইক চালক শ্রমিক আরমান শেখ এর লাশ উদ্ধার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। এই নি:সংশ হত্যার বিচারের দাবিতে টুঙ্গিপাড়া ইজিবাইক চালক সমিতির উদ্দ্যোগে টুঙ্গিপাড়ার সকল ইজিবাইক চালকরা বিক্ষোভ মিছিল, নবন্ধন ও স্মারক লিপি দিয়েছে। গতকাল মঙ্গলবার সাকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত। এসময় পাটগাতী বাসস্ট্যান্ডে ঢাকা পিরোজপুর রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ইজিবাইক সমিতির সভাপতি চালকদের পক্ষথেকে বক্তব্যে বলেন আরমান শেখকে যারা হত্যা করেছেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় এসে ফাঁসি কার্যকর করতে হবে। যতক্ষন পর্যন্ত হত্যায় জড়িত আসামীদেরকে ধরা না হবে ততক্ষণ আমরা ঘরে ফিরো যাবো না। আমরা শ্রমিক, আমাদের যদি জীবনের নিরাপত্তা না দিতে পারে আইন শৃঙ্খলা বাহিনী আমরা কি করে যাত্রিদের সেবা দিবো। আরমান হত্যাকান্ড পরিকল্পিত এবং জঘন্যতম নি:সংশ হত্যা তাকে গামছা দিয়ে গলায় ফাস দিয়ে এবং গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও মাথায় অস্ত্রের কোপে ছিন্নভিন্ন নিথর দেহ নদিতে ভাসিয়ে দিয়েছে। এই হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ফাসি কার্যকর করা হোক। এটাই আমাদের দাবি।