ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতীক নিয়েই প্রচারণায় নেমেছেন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ও কর্মী-সমর্থকরা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে চূড়ান্ত পর্যায়ে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। সোমবার ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মাহমুদুল আলম প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন। এরপর প্রার্থীরা শুরু করেন তাদের নির্বাচনী প্রচারণা। নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মোটর সাইকেল শোডাউন এবং মাইকেও চলছে প্রচার-প্রচারণা। পাশাপাশি করছেন ছোট্ট ছোট্ট আলোচনা সভাও। সেই আলোচনা সভায় প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি, তুলে ধরছেন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচারণা। আগামী ২৯ মে এ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু বকর ছিদ্দিক ভুঁইয়া দুলাল (চিংড়ি) প্রতীক, মো. শাফায়েত হোসেন ভূইয়া (মোটর সাইকেল) প্রতীক, বদরুল আলম প্রদীপ (আনারস) প্রতীক, মো. হাসান মাহমুদ (ঘোড়া) প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ইফতেখার আলম খান রোপক (টিয়া পাখি) প্রতীক, শেখ ওয়ালি উল্লাহ রাসেল (তালা) প্রতীক, বাচ্চুু মিয়া (চশমা) প্রতীক, এ এইচ এম সাইফুল ইসলাম (টিউব ওয়েল) প্রতীক, রানা আহমেদ (পালকি) প্রতীক, আব্দুল্লাহ আল ফয়সাল ( মাইক) প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. মাহমুদা হাসান পলি (কলস) প্রতীক, মোছা. নুসরাত আরা প্রিয়া (পদ্মফুল) প্রতীক এবং মোছা. শেফালী হামিদ শেফালি (হাঁস) প্রতীক বরাদ্দ পেয়েছেন।