ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির আয়োজনে নীলফামারী জেলা সদরের টুপামারী কিসামত দোগাছি গ্রামের ২০ জন নারী কৃষক কে নিয়ে বাজারের তথ্য আ্যক্সেস করতে মোবাইল প্রযুক্তির ব্যবহার, প্রচার প্রচারণা,পরামর্শক একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন উপসহকারী কৃষি অফিসার নীলফামারী মুশফিকুর রহমান। এতে কৃষকদের মাঝে মোবাইল প্রযুক্তির ব্যবহার এবং অ্যাপস ব্যবহারের মাধ্যমে কৃষি পরামর্শ পেতে পরামর্শ প্রদান করা হয়। উপসহকারী কৃষি অফিসার নীলফামারী মুশফিকুর রহমান বলেন, মোবাইল প্রযুক্তি মাধ্যমে অ্যাপস ব্যবহার করে কৃষকরা নিজে থেকেই সকল প্রকার কৃষি পরামর্শ পাবেন যেমন রোগবালাই,সার প্রয়োগ, কীটনাশকের সঠিক ব্যবহার, কোন রোগে কোন ওষুধ ব্যবহার করতে হবে। ঠিক সময়ে তারা সঠিক পরামর্শটি অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপস ব্যবহার করে প্রাকৃতিক দুর্যোগ সম্বন্ধে আপডেট পাবেন কৃষকরা।