ফরিদপুরের নগরকান্দার চরযশোরদী ইউনিয়নের ২০২৪- ২০২৫ অর্থ বছরের জন্য উন্মুক্ত সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সাহেব ফকিরের সভাপতিত্বে সম্ভাব্য উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ সাইফুল ইসলাম। ২০২৪- ২০২৫ অর্থ বছরের জন্য সম্ভাব্য বাজেটে ১৫১৩০০০০ টাকা আয় ধরা হয়েছে। ব্যায় ধরা হয়েছে ১৪৩৪৫৮০০ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ৭৮৪২০০ টাকা। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইমারত হোসেন দুলাল, সুমন মাতুব্বরসহ মহিলা সদস্য ও অন্যান্ন সদস্য বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ বৃন্দ।