শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

বরিশালে ছাত্রদের কোটাবিরোধী আন্দোলন দিন দিন জোরদার হচ্ছে

বরিশাল ব্যুরোঃ
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০২৪

শ্লোগানে শ্লোগানে আনন্দ-উৎসব পরিবেশে থেমে থেমে বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা বরিশাল-ঢাকা-পটুয়াখালী ও কুয়াকাটা মহা সড়কে বসে ক্রিকেট ও ভলিবল খেলার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে অবরোধ করেছে সরকারি ব্রজমোহন কলেজে,সরকারী হাতেম আলী কলেজ,সরকারী বরিশাল কলেজ ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ আন্দোলনের ফলে দক্ষিণাঞ্চল সহ সারা দেশের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। সড়কে দীর্ঘক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে যাত্রীবাহি ও বিভিন্ন ছোট বড় মালবাহি যানবাহন। বুধবার(১০ জুলাই) বেলা ১১টা থেকে জেলার কেন্দ্রীয় নতুল্লাবাত বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা বাদে বৈষম্যমূলক সব কোটা বাতিলের দাবি জানায়। সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুইপ্রান্তে অন্তত তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারন যাত্রী ও বিভিন্ন পথচারি চরম দুর্ভোগে পড়ে। তবে এসময় শিক্ষার্থীরা রোগিবহনকারী এ্যামবুলেন্স গাড়িগুলো পাড় করে দেয় গাড়ি আন্দোলন শিক্ষার্থীরা। এ দিকে আন্দোলন সফল করতে যেকোনো পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিএম কলেজ শিক্ষার্থী হুজাইফা রহমান বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এ দেশকে মুক্ত করা হলেও আজ কোটা পদ্ধতি পাকিস্তানি শোষণ-বৈষম্য বহন করছে। আমরা এ কোটা পদ্ধতি থেকে মুক্তি চাই। আমাদের দাবি হলো- মেধার ভিত্তিতে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া চালানো হোক। আমরা শিক্ষার্থীরা আগের মত ক্লাসে ফিরে যেতে চাই রাজপথে বসে থাকতে চাইরা। আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আমাদেরকে ক্লাসে ফিরিয়ে নিন। বেলা ৩টা দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে আটকা পড়া গাড়ি সহ বিভিন্ন যানবাহন চলাচল শুরু করে। অপরদিকে কোটা বাতিলের দাবীতে প্রতিদিনই বরিশালে বিভিন্ন সরকারী বেসরকারী কলেজের শিক্ষার্থীরা বরিশাল বিশ^বিদ্যালয় ও সরকারী বিএম কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে অংশ গ্রহন করায় দিন দিন বরিশাল শহর অচলের দিকে ধাবিত হচ্ছে। এছাড়া নতুল্লাবাত বাস স্টান্ডে থেমে থাকা দুরপাল্লা সহ আন্তরুটের যানবা নের চালকরা বলেন প্রতিদিনই আমাদের গাড়ি সঠিক সময়ে ছেড়ে যেতে না পাড়ায় আমাদের দারুন অর্থনৈতিক ক্ষতির সম্মুখিন হচ্ছি।তারা এবিষয়ে আরো বলেন একেইতো দেশে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বি এর মধ্যে চলছে সড়ক অবরোধ। অপরদিকে বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে সড়ক পথের সব কিছু অচণ করে দেয় বলে বিষয়টি নিশ্চিত করে ছাত্র আন্দোলনের সমন্বয়কারী সুজয় শুভ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com