বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

কালীগঞ্জে মানবিক ফাউন্ডেশনের উদ্যেগে বৃক্ষরোপণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় “কালিগঞ্জ মানবিক ফাউন্ডেশনের উদ্যেগে বৃক্ষরোপন ২০২৪” কর্মসূচি পালিত হয়েছে । বুধবার (১০ জুলাই) সকাল ১১ টায় উপজেলা ভুমি অফিস চত্তরে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপন কার্যক্রম শুরু করে সংগঠনটি। পরে পৌরসভা চত্তর ও কালীগঞ্জ থানা চত্তরসহ শহরের বিভিন্ন স্থানে ৫ শতাধিক গাছের চারা রোপন করে তারা। বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভুমি) শাহিন আলম , কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জেসমিন আরা, কালীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মানিক চন্দ্র গাইন ও কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আহসান কবির। কালীগঞ্জ মানবিক ফাউন্ডেশনের রাসেল কবির লিপন, মিশন আলী, সবুজ, আলী কদর, অংকুর, ডা: মিরাজ, আলমগীর হোসেন ও সোহাগ উপস্থিত ছিলেন এ সময়। জানাগেছে শহরের নলডাঙ্গা ভূষন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন সময় নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃক্ষরোপনসহ মানবিক কর্মকান্ড নিয়ে সংগঠনটির মুখপাত্র সংবাদকর্মী মিশন আলী জানান, চলমান বৈরী আবহাওয়ায় বৃক্ষরোপনের বিকল্প নেই। তাই আমরা শহরের বিভিন্ন স্থানে ৫০০ শতাধিক বিভিন্ন প্রকার গাছের চারা লাগিয়েছি। এ ছাড়া বিভিন্ন সময় নানা মানবিক কার্যক্রম পরিচালনা করেছি। কালীগঞ্জ মানবিক ফাউন্ডেশন অদূর ভবিষ্যতেও তার কার্যক্রম অব্যাহত রাখবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com