আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমার বিশ্বাস নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রী যারা কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছেন এবং সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, সে আদেশ তারা মেনে অবশ্যই তারা ঘরে ফিরে যাবেন। আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা হোক, দুঃখ-কষ্ট ভোগ করুক, সেগুলো পরিহার করে ব্যবস্থা নেবেন।’
গতকাল শুক্রবার (১২ জুলাই) সকালে মন্ত্রী তার নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। আন্দোলনকারীদের সতর্ক করে মন্ত্রী বলেন, ‘আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে। আর যদি তারা ফিরে না যায় তবে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সরকারের দায়িত্ব জনগণের সুবিধা ও অসুবিধা দেখা। এখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকার সেখানে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।’
তিনি আরও বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৭ জন সদস্যকে হত্যা করেছে, সেই প্রেতাত্মারা কোটা আন্দোলনের সঙ্গে জড়িত ও ষড়যন্ত্রে লিপ্ত।’ এ সময় মন্ত্রীর সঙ্গে কসবা-আখাউড়া আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ঢাকা থেকে ট্রেনযোগে তার নিজ নির্বাচনি এলাকা আখাউড়ায় আসেন। পরে তিনি কসবার উদ্দেশে আখাউড়া ত্যাগ করেন।