বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

ফরিদপুরে এলজিইডির উদ্যোগে চেক ও সনদপত্র বিতরণ

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪

ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ এর প্রকল্পের ফরিদপুর জেলাধীন মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার নারী কর্মীদের মাঝে চেক ও সনদ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এলজিইডিতে এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ?সংরক্ষিত মহিলা এমপি মিসেস ঝর্না হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি,পৌরসভার মেয়র অমিতাভ বোস, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম মোল্লা, ভাইস-চেয়ারম্যান ইমান আলী মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ফরিদপুর জেলা নির্বাহী পরিচালক মোঃ শহীদুজ্জামান খান। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি- ৩ প্রকল্পের ফরিদপুর জেলাধীন মধুখালী বোয়ালমারী আলফাডাঙ্গা উপজেলার ২৭০ জন নারী কর্মীদের মধ্যে এ চেক ও সনদ বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com