বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
উলিপুরে জাতীয় ফুল শাপলার আদলে ধানক্ষেত বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় ও সাহসী, সকলকে ধৈর্যের সাথে দেশের কল্যাণে কাজ করতে হবে-জেলা প্রশাসক পটুয়াখালী কমলগঞ্জে সীমানা পিলার উপরে ফেলে ভূমি জবরদখল করার অভিযোগে সংবাদ সম্মেলন কোম্পানীগঞ্জ উপজেলা হলো জামায়াতের সাত শহীদের জন্মভূমি-অধ্যক্ষ বেলায়েত হোসেন মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা পাবনায় র‌্যাবের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার ২ আসামী গ্রেফতার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবসে এম এ ফয়েজের বিদায় সংবর্ধনা বাগেরহাট প্রেস ক্লাবকে সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করতে হবে-বিশেষ সাধারণ সভায় বক্তারা নেত্রকোনায় বন্যায় জনজীবন বিপর্যস্ত পটুয়াখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোল টেবিল বৈঠক

দেনা শোধ না করেই চির বিশ্রামে হৃদয়

বাসস:
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে ছয় মাস ধরে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন হৃদয়। চিকিৎসা করাতে অনেক টাকা ঋণ করেছেন। দরিদ্র পিতার সংসারে নিজের চিকিৎসার ভার নিজেই নিয়েছিলেন হৃদয় হাওলাদার (২০)। ঋণ শোধ করার জন্য বেশি পরিশ্রম করতেন। বিশ্রাম নেয়া হতো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে চিরবিশ্রামে চলে গেলেন তিনি। ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের শিরযুগ গ্রামের শহিদ হাওলাদার ও কুলসুম বেগমের পুত্র হৃদয়। তিন ভাইবোনের মধ্যে বড় তিনি। রাজমিস্ত্রীর সহকারি বাবার টানাপোড়েনের সংসারে তাই
হৃদয় পড়ালেখায় বেশিদূর এগুতে পারেননি। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছেন। তারপর বাবার কাজে সহযোগিতা করতে করতেই বেড়ে উঠেছিলেন। তিন বছর আগে ঢাকায় যান ফুটপাতের কাপড়ের দোকানে কাজ করতে।
গত ১৯ জুলাই ২০২৪। শুক্রবার। ঢাকার রাজপথ ছিলো আন্দোলনকারীদের দখলে। মুখোমুখি অবস্থানে ছিলো পুলিশও। সেদিন সন্ধ্যা ৬টায় চাচাতো ভাই রিফাতকে নিয়ে মিরপুর ১০ নম্বরে যান হৃদয়। হেলিকপ্টার থেকে গুলি হচ্ছিলো জানতে পেরে সন্ধ্যা সোয়া ৭টায় হৃদয়ের মা ফোন দিয়ে দুজনকে দ্রুত বাসায় যেতে বলেন। হৃদয়ের শেষ কথা ছিলো- ‘মা, আমরা ছাত্র-ভাইদের সঙ্গে আন্দোলনে আছি, গেট খোলা রাখো- এখনই চলে আসবো’। এর এক ঘণ্টা পরই রাত ৮টায় মিরপুর ৬ নম্বরের আলোক হাসপাতালের চিকিৎসক ফোন দিয়ে বলেন, আপনার ছেলের গুলি লেগেছে, হাসপাতালে আসেন। ওই গোলাগুলির মধ্যে হাসপাতালে গিয়ে পাওয়া গেল হৃদয়ের গুলিবিদ্ধ মরদেহ। চাচাতো ভাই রিফাতও গুলিবিদ্ধ।
মরদেহের ছাড়পত্রে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘গান শ্যুট ইনজুরি’। হৃদয়ের অসুস্থ ফুসফুসেই বুলেটের দুই ইঞ্চি ছিদ্র। পরিবারের একমাত্র আশার প্রদীপকে হারিয়ে মা-বাবা আর দাদি এখন পর্যন্ত দুঃস্বপ্নকে হাতড়ে বেড়াচ্ছেন। হৃদয়ের হৃদয়ভরা স্বপ্ন ছিলো পরিবারের পাঁচ লাখ টাকার ঋণ শোধ করবেন। টিনের চালা দিয়ে যাতে আর ঘরে পানি না ঢোকে এমন একটি সুন্দর ঘর তুলবেন। ছোট দুই ভাইবোনকে পড়ালেখা করাবেন। বাবাকে যাতে রাজমিস্ত্রীর সহকারি হিসেবে দিনের পর দিন না খাটতে হয় তার স্থায়ী ব্যবস্থা করবেন। সব স্বপ্ন লুটে নিলো শট গানের বুলেট।
হৃদয়ের মা কুলসুম বেগমের আহাজারি থামে না- ‘‘আমার বাবায় টাকা আয় করতো- কিন্তু একটা ভালো জামা গায়ে দিতো না। অসুস্থ বাবায় বিছানায় রেস্টে থাকে নাই, শেষবার ঢাকা যাওয়ার আগেও কইছে- মা, আমরা চার-পাঁচ লাখ টাকা দেনা হইছি- কেমনে রেস্টে থাকমু’।
দাদি আনোয়ারা বেগমের বুকভাঙ্গা আহাজারি- ‘আমার দরদ আমার ভাই ছাড়া আর কেডা বোঝবে? আল্লায় আমারে নিয়া আমার ভাইরে বাঁচাইয়া রাখতো!”
জানা যায়, মৃত্যুর ৭ দিন আগে ১২ জুলাই ঝালকাঠি থেকে স্ব পরিবারে ঢাকায় ফুপাতো বোনের বিয়েতে যান হৃদয় হাওলাদার। চাচার বাসা মিরপুর ১১ নম্বরে সবাইকে নিয়ে ওঠেন। ঢাকায় হৃদয় চাচার বাসাতেই থাকতেন। চাচা ইমাম হাওলাদার একটা বাড়ির কেয়ারটেকার। সেখানেই দুই চাচাতো ভাই শিমুল ও রিফাতের সাথে থাকতেন হৃদয়। দুই ভাই একটি ব্যাটারিচালিত রিকশা চালান সময় ভাগ করে। আর হৃদয় ফুটপাতের কাপড়ের দোকানের কর্মচারী।
হৃদয়ের বাবা শহিদ হাওলাদার বলেন, সেদিন রাতেই মরদেহ ঝালকাঠিতে আনতে চাইলেও কারফিউয়ের কারণে অ্যাম্বুলেন্সের চালক রাজি হননি। রাতে পুলিশের চোখ এড়িয়ে মরদেহ মিরপুর ১১ নম্বরে চাচার বাসায় নিয়ে গোসল করিয়ে ফ্রিজিং গাড়ি ভাড়া করে সারারাত সেখানেই রাখা হয়। পরদিন ভোরে ফজরের নামাজের পর শতাধিক মুসল্লির উপস্থিতিতে জানাযা শেষে কালশি কবরস্থানে দাফন করা হয়।
তিনি জানান, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন হৃদয়। ফুসফুসে পানি জমে গিয়েছিলো। অস্ত্রোপচার করে সে পানি বের করা হয়েছিলো। রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল, বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামিয়া হাসপাতালে ছয় মাস চিকিৎসা নিয়েছিলেন। অভাবের সংসারে অনেক ধার-দেনা করে চিকিৎসা করতে হয়েছে। সেই দেনা শোধ করতে হৃদয় পুরোপুরি সুস্থ হয়ে উঠার আগেই মৃত্যুর সাত দিন আগে ঢাকায় এসে ফুটপাতের কাপড়ের দোকানে পুনরায় কাজ শুরু করেন। হৃদয়ের বাবার আহাজারি, ‘আমার ছেলেটার ফুসফুসে আগেই ৮ ইঞ্চি কাটা ছিলো। ডান বুকে আরও ২ ইঞ্চি ছিদ্র করে দিয়েছে স্বৈরাচারের বুলেট।’ নিজেকে কোনভাবেই সামলাতে পারেন না তিনি। বারবার ঢাকায় যান ছেলের কবর দেখতে। গত দুমাসে ছেলের কবর দেখতে চার বার ঢাকা গিয়েছেন শহিদ হাওলাদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন স্থানে শহিদ হওয়া ঝালকাঠির আট পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। গত ২৭ আগস্ট সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্র-জনতা ঐক্য সমাবেশের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী। জেলার চার উপজেলার বাসিন্দা ঢাকায় অধ্যয়নরত শিক্ষার্থী ও চাকুরীজীবীসহ মোট আট শহিদের পরিবারকে নগদ দুই লাখ টাকা করে অনুদান দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাপ পরওয়ার। শহিদ আটজনের মধ্যে দুজন শিক্ষার্থী, দুজন চাকুরীজীবী, দুজন শ্রমিক, একজন ব্যবসায়ী ও একজন ভাড়ায় গাড়ি চালাতেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com