কবিরহাটে ৫৩ জাতীয় সমবায় দিবস ২০২৪ পালন করেন কবিরহাট উপজেলা সমবায় অফিসের পক্ষথেকে। সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ স্লোগানে কবিরহাটে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র?্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, শনিবার ২ রা নভেম্বর সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও সময় বিভাগের আয়োজনে বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় র?্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা নুর মোহাম্মদ, প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) নিগার সুলতানা অনুষ্ঠানে বক্তারা উপজেলার আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতি গুলোর অবদানের কথা তুলে ধরেন, এলাকার অনেক বেকার ছেলে সময় সমিতি হতে ঋণ নিয়ে স্বনির্ভর হয়েছে, বাংলাদেশে এক লক্ষ আশি হাজার ৮২ টি সমবায় সমিতি রয়েছে, কবিরহাট উপজেলায় মাত্র ২৫ টি সমবায় সমিতি, ভবিষ্যতে উপজেলায় সমিতির সংখ্যা আরো বৃদ্ধি করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আলী ইমাম, উপজেলার ২৫টি সমিতির সমসভাপতি ও সম্পাদক এবং স্থানীয় সংবাদিকবৃন্দ।