শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

১৫তম জাতীয় সিনিয়র ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় শাম্মী সুলতানার তিনটি অনন্য রেকর্ড

শাহ বুলবুল:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ১৫তম জাতীয় সিনিয়র ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় আবারও শাম্মী সুলতানা নিজের রেকর্ড ভেঙ্গে ৩টি নতুন রের্কডসহ স্বর্ণপদক অর্জন করেন। তারকা ভারোত্তোলক শাহরিয়া সুলতানার মেয়ে শাম্মী সুলতানা এর আগে ১৪তম জাতীয় সিনিয়র ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় ৩টি রের্কডসহ স্বর্ণপদক পেয়েছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ভারোত্তোলক ও জাতীয় ক্রীড়া পরিষদের ভারোত্তোলন প্রশিক্ষক শাহরিয়া সুলতানার মেয়ে শাম্মী সুলতানা মায়ের তত্তাবধানেই অনুশীলন করেন। মা শাহরিয়া সুলতানার অনুপ্রেরণা ও প্রশিক্ষণের সুবাদে শাম্মী সুলতানা প্রতিটি প্রতিযোগিতায় স্বর্ণ জয় ও নতুন নতুন রেকর্ড গড়ে চলেছেন। মেয়ের অসাধারণ অর্জন সম্পর্কে তারকা ভারোত্তোলক মা শাহরিয়া সুলতানা বলেন, মেয়ের সাফল্যে সব মায়েরই ভালো লাগে। এই ধারাবাহিকতা যদি সে অব্যাহত রাখতে পারে তাহলে সে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবে। এর জন্য প্রয়োজন একাগ্রতা ও কঠোর অনুশীলন। এ বছর ১৯ থেকে ২৫ ডিসেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়ান ইউথ এন্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে শাম্মী সুলতানা অংশগ্রহণ করবে। মা হিসেবে আমি তার সফলতা কামনা করছি। শাম্মী যেন দেশ ও জাতির জন্য সুফল বয়ে আনতে পারে।
নিজের নতুন রেকর্ড গড়া নিয়ে শাম্মী সুলতানা বলেন, আজ আমি খুবই খুশি কারণ আমার দাদী এবং নানীকে একসাথে পেয়েছি। উনারা আমার পাশে থেকে মন ভরে দোয়া, উৎসাহ এবং সাহস যুগিয়েছেন। আমার আজকের এই অর্জনের কৃতিত্ব অনেকটা আমার বাবা-মায়ের। বাবার অনুপ্রেরণা, মায়ের চেষ্টা, একাগ্রতা আর আমার কঠোর অনুশীলনের মাধ্যমে আজকের এই অর্জন।
সিনিয়র ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তারকাখ্যাত নাতনি শাম্মী সুলতানার সাফল্য নিজ চোখে দেখতে এসেছেন তার দাদী এবং নানী। এসময় নাতনির অসাধারণ সাফল্য নিয়ে তারা বলেন, আজ আমরা খুবই খুশি এবং আমাদের নাতিকে নিয়ে আমরা গর্বিত। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করছি। দোয়া করি শাম্মী অনেক বড়ো হবে। একদিন সে অলিম্পিকে স্বর্ণপদক ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ।
ভারোত্তোলন ফেডেরেশনের সহসভাপতি উইংকমান্ডার মহিউদ্দিন আহমেদ বলেন, আমি শাম্মী সুলতানার সফলতা কামনা করছি। আমার বিশ্বাস সে একদিন অনেক বড় হবে। শাম্মী সুলতানার মা শাহরিয়া সুলতানা যদি তাকে নিয়মিত অনুশীলন করায় এবং এই মেয়ে যদি নিষ্ঠা এবং একাগ্রতার সাথে তার অনুশীলন চালিয়ে যায় তাহলে আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক অর্জন করবে। ২দিনব্যাপী (৪ ও ৫ নভেম্বর ২০২৪) প্রতিযোগিতার প্রথম দিন সোমবার ফেডারেশনের অনুশীলন জিমে অনুষ্ঠিত মেয়েদের ৫৯ কেজি ওজন শ্রেণিতে এই রেকর্ড গড়েন শাম্মী সুলতানা। স্ন্যাচে ৬০ কেজি (রেকর্ড), ক্লিন এন্ড জার্কে ৭৩ কেজি (রেকর্ড) মোট ১৩৩ কেজি (রেকর্ড) তুলে নতুন এ ৩টি রের্কডসহ স্বর্ণপদক অর্জন করেন নড়াইলের আব্দুর রাজ্জাক শরীর চর্চা ভারোত্তোলন ক্লাবের তারকা খেলোয়াড় শাম্মী সুলতানা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com