বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ভবের বাজার জামেয়ার ট্রাস্টর নতুন কমিটি গঠন

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর, লুদরপুর, এনায়েত নগর জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ ইমদাদিয়া দারুল হাদীস মাদ্রাসা’র ট্রাস্ট যুক্তরাজ্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৭ নভেম্বার) যুক্তরাজ্যে সাবেক সভাপতি এম ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক সেলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আবাব হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক, শিক্ষানুরাগী আজহারুল ইসলাম শিপার, আব্দুল মামুন এম বি ই, বদরুল আলম চৌধুরী, হোসাইন আহমদ লইলুছ, সমাজসেবক, শিক্ষানুরাগী খান জয়নাল আবেদীন, শাহ জিলুল করিম, মাশুক আহমদ সরকার, আব্দুল আশিক চৌধুরী প্রমূখ। সভায় ইসহাকপুর, লুদরপুর, এনায়েত নগর জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ ইমদাদিয়া দারুল হাদীস মাদ্রাসা’র সার্বিক উন্নয়নে দুই বছর মেয়াদি যুক্তরাজ্যে ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। যুক্তরাজ্যে মাদ্রাসার নতুন ট্রাস্ট কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হাসনাত আহমদ চুনু, সেক্রেটারি আব্দুল হালিম আক্কাস, ক্যাশিয়ার মোঃ আলমগীর আহমদ। এদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন মহলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসহাকপুর, লুদরপুর, এনায়েত নগর জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ ইমদাদিয়া দারুল হাদীস মাদ্রাসা পরিচালনা কমিটির বর্তমান সভাপতি শাহ রেজাউল করিম, সাবেক সভাপতি হাজী আলা মিয়া, জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টর সভাপতি আবদাল মিয়া, সেক্রেটারি শিপন কোরেশী, ক্যাশিয়ার আনোয়ার আলী, মাদ্রাসার বর্তমান কমিটির সহ-সভাপতি সাবেক পৌর কাউন্সিলর আকিক মিয়া, সাবেক ইউপি সদস্য আখলুছ মিয়া, সমাজসেবক শাহ মাহফুজুল করিম, প্রভাষক এম জাহিদ আহমদ, মাওলানা হোসাইন আহমদ, মাদ্রাসা পরিচাল কমিটির সদস্য ব্যবসায়ী রসাইদ আহমদ, সমাজসেবক আব্দুস সালাম প্রমূখ। নেতৃবৃন্দ নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন যুক্তরাজ্যে মাদ্রাসার নতুন এই ট্রাস্ট কমিটি মাদ্রাসার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com