প্রথমবার সাংসদ হিসেবে লোকসভায় শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী। বেলা ১১টা নাগাদ তিনি শপথ নেন। কেরলের ওয়েনাড থেকে লোকসভা উপ নির্বাচনে বিপুল ভোটে জিতেছেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার তিনি শপথ নিলেন। প্রিয়াঙ্কার শপথের পরেই গান্ধী পরিবারের তিনজন সংসদের সদস্য হলেন। সনিয়া গান্ধী রাজ্যসভার সাংসদ। অন্যদিকে রাহুল গান্ধী লোকসভার সাংসদ। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলি ও কেরলের ওয়েনাড থেকে জয়ী হয়েছিলেন রাহুল। তবে, তিনি ওয়েনাড আসনটি ছেড়ে দেন। তারপরেই সেখানে উপ নির্বাচন হয়েছে। প্রায় ২ দশক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির ময়দানে থাকলেও এই প্রথম সরাসরি ভোট রাজনীতিতে নেমেছিলেন প্রিয়াঙ্কা। দাদা রাহুল গান্ধীর ছেড়ে আসা কেরলের ওয়েনাড আসন থেকে লোকসভার লড়াইয়ে নামেন তিনি। প্রথমবার ভোটের ময়দানে নেমেই রাহুলের জয়ের ব্যবধানকে ছাপিয়ে গিয়েছেন তিনি। ২০২৪ লোকসভা নির্বাচনে ওয়ান থেকে ৩ লক্ষ ৬৪ হাজারের বেশি ভোটে জেতেন রাহুল গান্ধী। সেখানে প্রিয়াঙ্কা জিতেছেন ৪ লক্ষেরও বেশি ভোটে। কেরলবাসীর এই সমর্থনকে সম্মান জানাতেই সম্ভবত প্রিয়াঙ্কা শপথ নিলেন কেরলের বিখ্যাত কেরালা কটনের শাড়ি পরে। এই শাড়িটি কাসাভু শাড়ি নামে পরিচিত। প্রিয়াঙ্কা লোকসভায় আসছেন, এই খবর পেয়ে সংসদ চত্বরে হাজির হন অন্য কংগ্রেস সাংসদেরা। ‘প্রিয়ঙ্কা স্বাগতম’ স্লোগান ওঠে। গাড়ি থেকে নেমে প্রিয়াঙ্কা জানান, তিনি ভীষণ খুশি। তার পরেই রাহুল এবং মা সনিয়ার সঙ্গে সংসদের ভিতরে প্রবেশ করেন তিনি। শপথগ্রহণের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুলকে নমস্কার করেন প্রিয়ঙ্কা। হাসিমুখে প্রতি-নমস্কার করতে দেখা যায় একদম সামনের সারিতে বসা রাহুলকেও। প্রসঙ্গত, সংবিধান হাতে শপথ নিয়ে দাদা রাহুলের পদাঙ্কই অনুসরণ করলেন প্রিয়ঙ্কা। পাঁচ মাস আগে লাল-কালো মলাটের সংবিধান হাতেই শপথ নিয়েছিলেন রাহুল। অধ্যক্ষ ওম বিড়লা এবং অন্যান্য সাংসদদের উপস্থিতিতে লোকসভায় শপথবাক্য পাঠ করেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে দেখেই নিজের ফোনে ছবি তোলেন রাহুল, দাদাকে দেখেই হাসি মুখে পোজও দেন বোন প্রিয়াঙ্কা । সূত্র : ইন্ডিয়া টুডে