বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাইনবোর্ড লাগিয়েই দায়িত্ব শেষ ঝুঁকিপূর্ণ রূপগঞ্জের চনপাড়া ব্রীজ ! জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা কালীগঞ্জ পৌর বিএনপির কর্মী সভা চকরিয়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা খাগহাটা সরকারি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান নগরকান্দায় সরকারি পেঁয়াজ বীজের কারণে ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতি পূরণের দাবীতে বিক্ষোভ তিতাসে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে ভারী যানবাহন শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্যে নিয়ন্ত্রণে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় বোরহানউদ্দিনে স্বপ্নকুড়িঁ আধুনিক শিশু শিক্ষালয় স্কুলে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান জগন্নাথপুরে সম্প্রীতি সভা

২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামী খালাস-বোরহানউদ্দিনে আনন্দ মিছিল

সোহেল মাহমুদ বোরহানউদ্দিন
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

আলোচিত ২১ আগষ্ট গ্রেনেড হামলার মামলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামিকে অব্যাহতি দেয়ায় আনন্দ মিছিল করেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতা-কর্মীরা। রবিবার সন্ধ্যায় পৌর শহরের উপজেলা রোডস্থ বিএনপির উপজেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোরহানউদ্দিন বাজারের চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সৈরাচার আওয়ামীলীগ সরকারের মিথ্যা মামলায় আমাদের নেতা তারেক রহমান কে রাজনীতি থেকে দুরে রাখতে ২১আগষ্ট গ্রেনেড মামলায় ফাসানো হয়েছিল ৫ই আগষ্টের পর নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা হওয়ায় প্রমান হয়ে গেছে এই মামলা মিথ্যা ও রাজনীতি থেকে দুরে রাখতে উদ্দেশ্যে প্রনোদিত তাই আজ তাকে সহ এই মামলার সকল আসামিকে আদালত বেকুসুর খালাস প্রদান করেছে। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ্ খুব শীগ্রই তারেক রহমান দেশে এসে জনগনের কল্যানে কাজ করবে। তিনি আরো বলেন আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম আজ একটি মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন। আগত নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আকবর পিন্টু, সহ-সভাপতি আঃ রব হাওলাদার, সহ-সভাপতি বশির আহমেদ, সহ- সভাপতি ইউসুফ বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাবউদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইদুর রহমান শাহিন, যুগ্ন আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সুমন পঞ্চায়েত, যুগ্ন আহ্বায়ক শাহিন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিপন হাওলাদার, উপজেলা শ্রমিকদল সভাপতি আলমগীর মাতাব্বর, সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত, উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com