ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সকল ওয়ার্ডের নেতাকর্মীর উপস্থিতিতে পৌর বিএনপির আয়োজনে বুধবার (৪ ডিসেম্বর) সকালে সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজ অডিটরিয়ামে এক কর্মী সভার আয়োজন করা হয়। উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম তোতা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ডাক্তার নুরুল ইসলাম, যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, অহেদ লস্কর প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, অনেকে মনে করছেন দলের জন্য আমি এতো কিছু করলাম, এতো নির্যাতিত হলাম কিন্তু না, আমাদের নেতা তারেক রহমানের মতো নির্যাতিত আমি, আপনি তো হয় নি। তিনি যদি ছাড় দিতে পারেন তাহলে আমি, আপনি কেন পারব না? বিএনপি ক্ষতায় আসলে আপনি আপনার পাওনা ঘরে বসেই পাবেন। সবাই আমরা কোটিপতি হব কিংবা ৫/১০ টা গাড়ী-বাড়ী করবো এসবের জন্য ৫ আগষ্ট হয় নায়। সবার কাছে আমার আনুরোধ থাকবে সবাই আপনারা নেতৃত্বের প্রতিযোগীতায় নামবেন না। ধৈর্য ধারণ করুন। শৃঙ্খলা মেনে দলীয় নির্দেশনা অনুযায়ী চলতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।