সুনামগঞ্জের জগন্নাথপুরে সম্প্রতি সারাদেশ ব্যাপী নানা ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর থানার উদ্যোগে সোমবার (২ ডিসেম্বর) বিকেলে থানা ভবনে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ’র সভাপতিত্বে ও থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আফজল হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান চুনু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এমএ কয়েস, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায়, জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন, উপজেলা বিএনপি নেতা এখলাছুর রহমান তালুকদার নিকসন প্রমূখ। এসময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আখলুল করিম, সাংবাদিক ওয়াহিদুর রহমান, সাংবাদিক ইয়াকুব মিয়া, সমাজকর্মী সৈয়দ মোস্তাক আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমদ জুনেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য এম এ সালামসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।