বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::

বাংলাদেশের বিষয়ে ভারতের ন্যাক্কারজনক হস্তক্ষেপের প্রতিবাদে পাবনায় মানববন্ধন

মোবারক বিশ্বাস পাবনা
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের অভ্যন্তরিন বিষয়ে ভারতের ন্যাক্কারজনক হস্তক্ষেপের প্রতিবাদে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার (০৮ ডিসেম্বর) দুপুরে শহরের আব্দুল হামিদ সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, বেশি বাড়াবাড়ি করলে সেভেন সিস্টার আপনার হাত ছাড়া হয়ে যাবে। ভারত কেন মহাভারতও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে পারবে না। শেখ হাসিনা কে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনি চট করে ঢুকে পরবেন তবে পালালেন কেন? আসুন বাংলার জনগন প্রস্তত আছে। জাসাস জেলা শাখার আহবায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি ড্যাব সাধারণ সম্পাদক ডাঃ আহমেদ মোস্তফা নোমানসহ প্রমুখ নেতৃবৃন্দ। মানববন্ধনে পাবনার সচেতন নাগরিক, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com