বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান আশার আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুমকি: আলোচনার মাধ্যমে সমাধানের প্রত্যাশা করছে চীন মস্কোতে বিস্ফোরণে রুশ পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিহত ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে শেয়ারবাজার সাউথইস্ট ব্যাংক পিএলসি.- এর চেয়ারম্যান জনাব এম.এ.কাশেম মহোদয়ের সঙ্গে মেটলাইফ বাংলাদেশের সিইও এর সৌজন্য সাক্ষাৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত নির্বাহী কমিটির ৪র্থ সভা মাইলস্টোন কলেজে মহান বিজয় দিবসের আয়োজন উন্নয়ন প্রকল্পের নামে: হাসিনা-রেহানার ৮০ হাজার কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানে দুদক

অনলাইনে ‘পুষ্পা টু’ সিনেমা ডাউনলোড করলে যে বিপদ হতে পারে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

বহুল প্রতীক্ষিত পুষ্পা টু সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে। বিগ বাজেটের এই সিনেমা দেখার জন্য থিয়েটারে ভিড় করছেন সিনেমাপ্রেমীরা। তবে এরই মধ্যে সিনেমাটির হলপ্রিন্ট কপি বিভিন্ন অনলাইন সাইটে পাওয়া যাচ্ছে। অনেকে ডাউনলোডেরও চেষ্টা করছেন। আর যারা এই কাজটি করছেন তাদের জন্য অপেক্ষা করছে বিপদ!
কারণ কোনো সিনেমার পাইরেটেড কপি অনলাইনে ফাঁস করে ছড়িয়ে দেওয়া দ-নীয় অপরাধ। এই অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে নির্দিষ্ট শাস্তির মুখে পড়তে হবে।
তাছাড়া অনলাইন থেকে পার্সোনাল কম্পিউটার/ল্যাপটপে এই সিনেমা ডাউনলোড করলে এর সঙ্গে প্রবেশ করতে পারে ভাইরাস, স্পাইওয়্যার।
প্রথমত, কোনও সিনেমার পাইরেটেড কপি অনলাইনে ফাঁস করে ছড়িয়ে দেওয়া দ-নীয় অপরাধ। এই অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে নির্দিষ্ট শাস্তির মুখে পড়তে হবে। তাছাড়া পার্সোনাল কম্পিউটার/ল্যাপটপে প্রবেশ করতে পারে ভাইরাস, স্পাইওয়্যার। পাইরেটেড ওয়েবসাইটগুলো প্রায়শই ম্যালওয়্যার, স্পাইওয়্যার এবং অন্যান্য ক্ষতিকারক সফ্টওয়্যার দিয়ে ভরা থাকে। যা আপনার ডিভাইস এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার স্তর ভেঙে দিতে পারে।
কিছু সাইট বিনামূল্যে সিনেমা ডাইনলোড করার অনুমতি দেয়। কিন্তু প্রদত্ত সাবস্ক্রিপশন বা পরিষেবার জন্য সাইন আপ করার জন্য ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করে। এর ফলে ক্রেডিট কার্ড জালিয়াতি, ফিশিং স্ক্যাম, ভুয়া অফার ইত্যাদি প্রতারণার ফাঁদে পড়তে পারেন ডাউনলোডকারীরা।
জানা গেছে, মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে, পুষ্পা টু সিনেমা তামিলরকার্স, ফিল্মজিলা, মুভিরুলজ, ইবোমা এবং তামিলযোগী-সহ বিভিন্ন অবৈধ পাইরেসি ওয়েবসাইটে ফাঁস হয়েছে। এই প্লাটফর্মগুলো ১০৮০পি, ৭২০পি, ৪৮০পি এবং এইচডির মতো একাধিক রেজোলিউশনে পাইরেটেড সংস্করণ সরবরাহ করছে। যা বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে। কিন্তু এগুলো ডাউনলোড করলে একাধিক বিপদে পড়তে পারেন ডাউনলোডকারীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com