সোনাগাজী থেকে হারানোর ৩মাস পর মেহেরপুর থেকে সেই মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর করেছে পুলিশ। বুধবার দুপুরে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বায়েজীদ হোসেন আকন এবং উদ্ধারকারী অফিসার উপপরিদর্শক তাসলিম হুসাইন মোবাইলের মালিক এনায়েত উল্লাহ নিপ্পনের হাতে উদ্ধারকৃত মোবাইলটি তুলে দেন। এসময় পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুর রহমান এবং সেকেন্ড অফিসার উপপরিদর্শক মহিম উদ্দিন, সংগঠক ও সংবাদকর্মী মোঃ ছালাহ উদ্দিন উপস্থিত ছিলেন। উদ্ধারকারী অফিসার উপপরিদর্শক তাসলিম হুসাইন জানান, প্রায় তিন মাস আগে স্যামসাং এ-১২ মডেলের একটি মোবাইল ফোন হারানোর সাধারণ ডায়েরী হয়েছিলো। তথ্য প্রযুক্তির ব্যাবহারের মাধ্যমে দীর্ঘদিন মোবাইলটি বন্ধ থাকার পর মেহেরপুরে মোবাইল ফোনটিতে সীম সংযোগ দিয়ে সচল করার তথ্য পাই, পরে ফোনটি উদ্ধার করতে সক্ষম হই।