ঢাকা ক্যাডেট মাদরাসার অভিভাবক ও সুধী সমাবেশ গতকাল ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ ঘটিকায় মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান কর্তৃক পরিচালিত এ দ্বিনি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী আকবার সাহেবের সভাপতিত্বে ও আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী (উত্তর) মিরপুর জোনের সম্মানিত পরিচালক , বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী ব্যক্তিত্ব নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সম্মানিত থানা আমির জনাব ওমর আব্দুল্লাহ আবু হানিফ। এছাড়াও বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে ঢাকা ক্যাডেট মাদরাসাকে অত্যন্ত আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও চরিত্রবান মানুষ গড়ার আঙিনা হিসেবে উল্লেখ করেন,তিনি বলেন ঢাকা ক্যাডেট মাদরাসা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান ছিল কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনে সাময়িক বাধাগ্রস্ত হয়েছে। ইনশাআল্লাহ অভিভাবক এবং সুধী মহলের আন্তরিক প্রচেষ্টায় মাদ্রাসাটি শ্রেষ্ঠ আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে আবার তার কাঙ্ক্ষিত মানে পৌঁছবে বলে তিনি আশা করেন।
অভিভাবকবৃন্দকে এই প্রতিষ্ঠানে তাদের সন্তানদেরকে ভর্তি করার জন্য বিশেষভাবে আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে রুপনগর থানার সম্মানিত আমির ওমর আব্দুল্লাহ আবু হানিফ বলেন ক্যাডেট মাদ্রাসা সুনাগরিক ও আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব গঠনে যেভাবে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে ভবিষ্যতে তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন। সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল জনাব আবু সালেহ মোহাম্মদ আলী আকবার বলেন আমাদের সম্মানিত অভিভাবক ইসলামিক ব্যক্তিত্ব প্রাজ্ঞ রাজনীতিক মাওলানা রফিকুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ দ্বীনি বিদ্যাপীঠের অবিভাবক আপনারা সবাই, তাই নিজের প্রতিষ্ঠান মনে করে প্রতিষ্ঠানটিকে সর্বাত্মক পরামর্শ এবং সহযোগিতা প্রদান করার আহ্বান জানান।
পরিশেষে কারা নির্যাতিত মাওলানা রফিকুল ইসলাম খানকে মাদ্রাসার পক্ষ থেকে অনুষ্ঠানিক ভাবে সম্বর্ধনা প্রদানের সিদ্ধান্ত হয়।