গত মঙ্গলবার বিকালে দুপচাঁচিয়া থানা পুলিশ চৌমুহনী এলাকা থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় দুই চোরকে গ্রেপ্তার করেছে। সেই সাথে তাদের স্বীকারোক্তি মোতাবেক চুরি যাওয়া বৈদ্যুতিক তার সহ তিনটি ট্রান্সফরমার উদ্ধার করেছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর হাটসাজাপুর গ্রামের হারেজ আলী হাটসাজাপুর উত্তরপাড়া মাঠে পল্লী বিদ্যুৎ সমিতি-১ দুপচাঁচিয়া জোনাল অফিসের আওতায় গভীর নলকুপ স্থাপন করে দীর্ঘ দিন যাবত এলাকার গ্রাহকদের জমিতে পানি সরবরাহ করে আসিতেছে। চলতি মৌসুমে জমিতে পানি দেওয়ার জন্য গভীর নলকুপটি চালু করেন। ঘটনার দিন গত ২১ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে হারেজ আলী তার গভীর নলকুপের সেচ কার্যক্রম শেষ করে গভীর নলকুপ ঘর তালাবদ্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে গভীর নলকুপে গিয়ে দেখতে পায় বৈদ্যুতিক খুটিতে থাকা সংযোগকৃত ১০ কেভি. তিনটি ট্রান্সফরমার সহ গভীর নলকুপের সংযোগকৃত বৈদ্যুতিক তার নেই। কে বা কাহারা চুরি করে নিয়ে গিয়েছে। চুরি যাওয়া মালামালের মুল্যে প্রায় ২ লাখ ৪২ হাজার টাকা। এ বিষয়ে সে গত ২৩ ডিসেম্বর সোমবার দুপচাঁচিয়া থানায় মামলাও দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এরশাদ তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে গত মঙ্গলবার বিকালে উপজেলার বাজারদীঘি গ্রামের বাবুর ছেলে নয়ন(২৪) ও গাইবান্ধার গবিন্দগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মনোয়ার হোসেন বাদল(৩৫)কে চৌমুহনী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদ্বয় চুরি সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক হাটসাজাপুর এলাকার একটি বাগানের ছোট ছোট খেজুর গাছের মধ্য থেকে চুরি যাওয়া ১০ কেভিএ এর ৩টি ট্রান্সফরমার বক্স ও ট্রান্সফরমারের ব্যবহৃত তামার কয়েল উদ্ধার করেছে। পুলিশ গ্রেপ্তারকৃত চোরদ্বয়কে গতকাল বুধবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।