নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী নাট্য সমিতির ১৩২ বছর পদার্পণ উপলক্ষে সপ্তাহব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিবসে আলোচনা সভা, সম্মাননা স্বারক প্রদান ও নাটক প্রদর্শন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ডোমার ডোমার নাট্য সমিতি মিলনায়তনে সমাপনী দিবসে নাট্য সমিতির আহবায়ক মাসুদ বিন আমিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সংগঠনের সদস্য ও সংগীত শিল্পী পরশ কুমার চন্দ ও নাজিরা আখতার ফেদৌসীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসন জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম আরিফ প্রমূখ বক্তব্য রাখেন। এসময় নাট্য সমিতির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ধারার গান পরিবেশন শেষে হাবিবুর রহমানের রচনায়, মিজানুর রহমান সোহাগ ও পরশ কুমার চন্দের নির্দেশনায় শিশু নাটক “মায়াকানন” মঞ্চস্থ করা হয়। সাহিত্য ও সংস্কৃতির ধারা অব্যহত রাখতে সাংস্কৃতিমনা, নাট্যকর্মী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ঐতিহ্যবাহী নাট্য সমিতির কর্মীরা।