শরীয়তপুরের জাজিরা উপজেলায় গণঅভ্যুত্থানে শহীদ দুই বীর সন্তান ও আহত তিনজনের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে জাজিরা উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে জাজিরা উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় শহীদ পরিবারের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা এবং আহত তিন পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। শহীদ পরিবারগুলোর মধ্যে বড়কান্দি ইউনিয়নের চরখাগুটিয়া এলাকার সিদ্দিক খালাসীর ছেলে দুলাল মিয়া এবং মৃধা কান্দি এলাকার ইদ্রিস চৌকিদারের ছেলে মোহাম্মদ আলীর পরিবার এই সহায়তা পান। অপরদিকে আহতদের মধ্যে পালেরচর ইউনিয়নের কাথুরিয়া খালেক কাজী কান্দি এলাকার আহসান উল্লাহ আহাদ, জয়নগর ইউনিয়নের চর লক্ষীকান্তপুর এলাকার আশিকুর হাওলাদার এবং নাওডোবা ইউনিয়নের হাজী তাহের ঢালী কান্দি এলাকার মাহফুজ এই আর্থিক সহায়তা গ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন, গণঅভ্যুত্থানে শহীদ ও আহত এই বীর সন্তানদের আত্মত্যাগ আমাদের জাতির গর্ব। তাদের এই ত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।