রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন

করোনায় ঢাকা ও ঢাকার বাইরের কোন জেলায় কত আক্রান্ত

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

ঢাকা সিটির তথ্য : ধানমন্ডি ৯, ওয়ারী ৯, বাসাবো ৯, মিরপুর ১ নম্বর ৮, মোহাম্মদপুর ৬, গুলশান ৬, উত্তর টোলারবাগ ৬, লালবাগ ৫, যাত্রাবাড়ী ৫, উত্তরা ৫, টোলারবাগ ৪, জিগাতলা ৩, সোয়ারীঘাট ৩, বসুন্ধরা আবাসিক এলাকা ৩, গ্রিন রোড ২, গ্রিন রোড ২, চকবাজার ২, বাবু বাজার ২, ইসলামপুর ২, পুরানা পল্টন ২, তেজগাঁও ২, মিরপুর ১০ নম্বর ২, মিরপুর ১১ নম্বর ২, শাহ আলীবাগ ২, আদাবর ১, বসিলা ১, সেন্ট্রাল রোড ১, শাহবাগ ১, বুয়েট এলাকা ১, হাজারীবাগ ১, উর্দু রোড ১, লক্ষ্মীবাজার ১, নারিন্দা ১, কোতয়ালী ১, বংশাল ১, ইস্কাটন ১, বেইলী রোড ১, মগবাজার ১, রামপুরা ১, শাজাহানপুর ১, বাড্ডা ১, নিকুঞ্জ ১, আশকোনা ১, মহাখালী ১, কাজীপাড়া ১, মিরপুর ১৩ নম্বর ১, পীরেরবাগ ১, বনানী ১।

জেলা সমূহের তথ্য : ঢাকা ১২৯, নারায়ণগঞ্জ ৪৬, মাদারীপুর ১১, গাইবান্ধা ৫, নরসিংদী ৪, চট্টগ্রাম ৩, মানিকগঞ্জ ৩, কুমিল্লা ২, জামালপুর ২, টাঙ্গাইল ২, চুয়াডাঙা ১, কক্সবাজার ১, গাজীপুর ১, মৌলভীবাজার ১, রংপুর ১, শরীয়তপুর ১, সিলেট ১, শেরপুর ১, কিশোরগঞ্জ ১, নীলফামারী ১ রাজবাড়ী ১।

ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র – আইইডিসিআর

 

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com