মগবাজারে আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে
আলোকিত সমাজ উন্নয়ন সংস্থা, হাতিরঝিলের উদ্যোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩৫নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান আজ বিকাল ৫ টায় রমনা আইডিয়াল স্কুল চত্বরে সংস্থার সভাপতি ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রভাষক আব্দুল বাশির, হাবিবুর রহমান মজুমদার, সাজ্জাদ হোসেন শিহাব প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৫৪ বছরে দেশের কোনো পরিবর্তন হয়নি। এখনো ফুটপাতে, রাস্তায় লাখো বনি আদম রাত কাটায়। তাদের মৌলিক অধিকার পূরণে কেউ দায়িত্ব নিয়ে এগিয়ে আসেনা। এমতাবস্থায় আলোকিত সমাজ গড়তে দেশপ্রেম, সততা ও দক্ষতায় পরিপূর্ণ মানুষ প্রয়োজন। যারা সুন্দর সমাজ গড়তে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।