আমাদের সবাইকে শোকের সাগরে ভাসিয়ে পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিলেন প্রতিযশা শিক্ষক, শিক্ষাবিদ এবং বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের সম্মানিত শিক্ষা উপদেষ্টা প্রফেসর আশরাফ আলী। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ০৫ জানুয়ারি তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে এই মহান শিক্ষকের বয়স হয়েছিলো ৮৮ বছর। চিরবিদায়কালে তিনি তিন কন্যা সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একজন মহান শিক্ষক প্রফেসর আশরাফ আলী দীর্ঘ দুই দশক ধরে সফলভাবে দায়িত্ব পালন করেছেন রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের সম্মানিত শিক্ষা
উপদেষ্টা পদে। জীবনের শেষ দিন পর্যন্ত অত্যন্ত সম্মানের সহিত তিনি এ পদে বহাল ছিলেন। প্রফেসর আশরাফ আলীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট এবং কলেজ গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথের। শ্রদ্ধাপূর্ণ এক শোক বার্তায় বিশিষ্ট বৌদ্ধ সন্ন্যাসী ভেন. প্রজ্ঞানন্দ মহাথের বলেন, ‘প্রফেসর আশরাফ আলী স্যার ছিলেন অসাম্প্রদায়িক চিন্তা, মন ও মনন সঞ্জাত ঐশ্বর্যের মূর্ত প্রতীক। বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ পরিবার তাঁর মতো একজন আপাদমস্তক প্রজ্ঞাদীপ্ত শিক্ষা উপদেষ্টাকে হারিয়ে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হল যা কোন কালেই পূরণ হবার নয়।’ শোক বার্তায় ভেন. প্রজ্ঞানন্দ মহাথের আরও বলেন, ‘মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের সকলের করুণ আকুতি প্রফেসর আশরাফ আলী স্যার যেন জান্নাতের শাশ্বত শান্তির পবিত্র অবস্থানে চিরকাল সুস্থিত থাকেন’।
উল্লেখ্য, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান রাখা প্রফেসর আশরাফ আলীর জন্ম ১৯৩৭ সালে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামে। নলতার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী ছাত্র আশরাফ আলী শিক্ষাজীবন সম্পন্ন করেছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ^বিদ্যালয় থেকে। ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ ও সদালাপী মানুষ প্রফেসর আশরাফ আলী ফৌজদারহাট ক্যাডেট কলেজে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। সহযোগী অধ্যাপক এবং উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজ এবং কুমিল্লা ক্যাডেট কলেজে। গুণী শিক্ষক প্রফেসর আশরাফ আলী অধ্যক্ষ পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন পাবনা ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, রাজধানীর এসওএস হারম্যান মেইনার কলেজ এবং খানবাহাদুর আহছানউল্লা টিচার্স ট্রেনিং কলেজে। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সাবেক অধ্যাপক ও ডিন প্রফেসর আশরাফ আলী ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের একজন প্রতিষ্ঠাতা সদস্য।