কক্সবাজারের চকরিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী, সড়ক দুর্ঘটনায় যুবক, সংঘর্ষে ব্যবসায়ি এবং মসজিদের বাথরুমে ষ্ট্রোক করে মৃত্যু সহ ৪ জন মরদেহ উদ্ধার হয়েছে। একের পর এক খুন ও নিহতের লম্বা ফিরিস্তি যোগের কারনে হিমশিম খাচ্ছে প্রশাসন। চকরিয়ায় বিয়ের ৮ মাসের মাথায় শশুরবাড়ীতে ঢুকে নিজের স্ত্রী ও শাশুড়ীকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালালে ঘটনাস্থলে স্ত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়ে প্রাণে বেঁচে যাওয়া শাশুড়ীকে চমেক হাসপাতালে নেয়া হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) দুপুর দেড়টায় জুম্মার নামাজের সময় চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ মজিদিয়া মাদ্রাসা সংলগ্ন চকরিয়া নিউ মার্কেটের ব্যবসায়ি সাংবাদিক আব্দুল হামিদের বাড়ীতে ঘটে খুনের নৃশংসতা। নিহতের নাম উম্মে হাফসা তুহি(১৮) এবং আহত শাশুড়ির নাম পারভীন আক্তার(৩৮)। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা বলে জানা গেছে। ঘটনার ৪ ঘন্টার মধ্যেই পার্শ্ববর্তী পার্বত্য লামা উপজেলার লামা বাজার এলাকা থেকে খুনি স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়া। নিহত স্ত্রী চকরিয়া নিউ মার্কেটের জুতার দোকানের ব্যবসায়ী সাংবাদিক আবদুল হামিদের মেয়ে। খুনি স্বামীর নাম মেহেদী হাসান(২২)। সে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আজিমুল্লা পাড়ার আবুল হাসেমের ছেলে। খুনী মেহেদী হাসান একজন বখাটে টিকটকার বলে জানা গেছে। চকরিয়া থানার পুলিশ চকরিয়া হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। অপর দিকে, শুক্রবার ভোর ৭ টায় মহাসড়ক মোটরসাইকেল আরোহীকে শ্যামলী পরিবহনের একটি বাস গাড়ী চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় মটর সাইকেল চালক মালুমঘাট খৃষ্টান হাসপাতালের দারোয়ান হুমায়ুন কবির লোকমান(২৭)। শুক্রবার সকাল ৯টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডুমখালী রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নোমান উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর এলাকার বশির আহমদের ছেলে। আগামী ৩ দিন পর তাঁর বিয়ের দিন ধার্য ছিল বলে জানিয়েছেন নিহতের পরিবার। দুপুর ১টার দিকে উপজেলার শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইনকে আটক করতে তার বাড়িতে অভিযান চালায় চকরিয়া থানার পুলিশ। এতে চেয়ারম্যানের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে কোরালখালী পূর্বপাড়ায় এলাবাসীর উপর গুলিবর্ষণ করে। এতে মোহাম্মদ বাবু, ওসমান গনি, আব্দুল গফ্ফার গুলিবিদ্ধ হয়। গুলাগুলিতে আলী হোসেন(সোনামিয়া) নামের এক ব্যবসায়ি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। গুলাগুলির ঘটনায় পুলিশ হাসপাতাল থেকে ২ জনকে আটক করেছে। যাহা স্থানীয় চেয়ারম্যান নবী হোছাইন ফেইসবুক পোস্টে ডাকাতের গুলিতে নিহত হয়েছে বলেছেন। উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভুঁইয়া। একই দিন চকরিয়া থানা সেন্টার মসজিদের বাথরুমে নুরুল ইসলাম(৬২) নামের এক মুসল্লীর লাশ পাওয়া গেছে। শুক্রবার এশার নামাজ আদায় করতে গিয়ে বয়োবৃদ্ধ এ মুসল্লী মসজিদের বাথরুমে স্ট্রোক করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত নুরুল ইসলাম চকরিয়া পৌর এলাকার ৪ নং ওয়ার্ড বাটাখালী আবদুল হাকিমের ছেলে বলে জানা গেছে।