রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় ডাকাতির ঘটনায় জড়িত ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। লুন্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। গ্রেফতারকৃত ডাকাতগণ হলো মো: রুবেল হোসেন(৩৭), মোঃ সালাউদ্দনি চৌকিদার(৩৭), মোঃ সজিব মিয়া (২৫), মোঃ ফয়সাল (২৭), মিলন(৩৮), মোঃ ওবায়দুল হক সুমন(২৭), উজ্জল দাস(৪৮)। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, শ্রীনগর থানায় ৬ জানুয়ারি একটি মামলা হয় যার নং-১০। ৫ জানুয়ারি রাত ২.৪৫ মিনিটে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন শিবরামপুর সাকিনে বাদী রওশন আরা এর বসত বিল্ডিংয়ে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত বাদীর বাড়ির দরজা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে। তাদের কাছে থাকা ধারালো অস্ত্রের মুখে বাদীর দুই হাত সহ মুখ বেঁধে ও তার শিশু কন্যাকে অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে। পরে ষ্টিলের আলমারীর চাবি নিয়ে আলমারীর লকার খুলে লকারে থাকা স্বর্ণালংকার এবং নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। বাদীর বাড়িতে ডাকাতির পরপরই ডাকাতদল বাদীর চাচাতো ভাই রেজানুর রহমান রতন এর ২য় তলা বসত বিল্ডিংয়ে প্রবেশ করে এবং তাদেরও একইভাবে অস্ত্রের মুখে জিম্মি করে খুন-জখমের ভয়ভীতি দেখিয়ে তাদের স্টীলের আলমারীর লকার ভেদে লকারে থাকা নগদ টাকা, স্বর্নালংকার এবং মোবাইল ফোন। তাৎক্ষনিক শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে অভিযান পরিচালনা করে আসামী শনাক্তের চেষ্টা করে। পরবর্তীতে, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিক-নির্দেশনায় শ্রীনগর থানা এবং মুন্সীগঞ্জ ডিবি এর একাথিক চৌকস টিম অভিযানে নামে। তারা তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার ঘটনায় জড়িত আসামীদের শনাক্ত করে এবং দেশের বিভিন্ন জেলায় একাধিক অভিযান পরিচালনা করে মোট ০৭ জন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতদের দেয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র-শস্ত্র উদ্ধার করে। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলো আসামী মোঃ সালাউদ্দিন চৌকিদার (৩৭) সহ অপর দুইজন ডাকাত শ্রীনগর বাজারের স্বর্ণ ব্যবসায়ী উজ্জল দাস(৪৮) এর নিকট পুষ্ঠিত স্বর্গ (০৫ ভরি ০১ আনা) ০৫ লক্ষ টাকায় বিক্রি করে তারা নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করে নেয়। আসামী সালাউদ্দিন এর দেয়া তথ্য মতে স্বর্ণ ব্যবসায়ী উৎপল দাসের হেফাজত হতে গত ১৭ জানুয়ারি উক্ত স্বর্ণ গলিত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে নগদ ৫৫,০০০/- টাকা পুতিত) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের লোহার তৈরী শাবল-০১ টি, স্টিলের পাইপ- ০৩ টি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com