সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

মহানগরী জোন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের কৃতিত্ব

শাহ বুলবুল:
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

ঢাকা শিক্ষা বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত মহানগরী জোন আন্তঃকলেজ (উচ্চ মাধ্যমিক) খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-২৫ এ অংশগ্রহণ করে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। একক ও দলগত ইভেন্টে অর্জন করেছে ১৫টি পুরস্কার। ভলিবল (পুরুষ এবং মহিলা), ব্যাডমিন্টন (মহিলা) এবং অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয় লাভের মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য গৌরবের চিহ্ন স্বরূপ পুরস্কারগুলো বয়ে আনে মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রীরা। মহানগরী জোন আন্তঃকলেজ (উচ্চ মাধ্যমিক) খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় নিজেদের সাফল্য ধরে রাখায় অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম। এক অভিনন্দন বার্তায় তারা বলেন, ‘মাইলস্টোন কলেজ গুণগত মানের শিক্ষা প্রদানের পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য সহশিক্ষা কার্যক্রম অনুশীলনেও বেশ সচেতন। কলেজের চৌকষ ক্রীড়া বিভাগ এবং সুবিশাল খেলার মাঠ ছাত্রছাত্রীদের খেলাধুলা ও ক্রীড়া দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখছে প্রতিভা বিকাশের জন্য খুলে দেওয়া জানালার মতো। ফলস্বরূপ প্রতি বছর মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রীরা থানা, জেলা ও মহানগরী জোন পর্যায়ে খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রত্যাশা মতো সাফল্য বয়ে আনতে সক্ষম হচ্ছে।’
এখানে উল্লেখ্য যে, ঢাকা শিক্ষা বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত মহানগরী জোন আন্তঃকলেজ (উচ্চ মাধ্যমিক) খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-২৫ শুরু হয়েছিলো গত ১৭ ডিসেম্বর এবং শেষ হয় ১৬ জানুয়ারি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com