রাজধানীর বনশ্রী আফতাব নগর প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে মোঃ মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত ও জহুরুল ইসলাম। গত শুক্রবার ১৭ই জানুয়ারি বনশ্রী আমাজন রেস্টুরেন্টে সন্ধ্যা ৭ ঘটিকায় দৈনিক খবর পত্র পত্রিকার ষ্টাফ রিপোর্টার মোঃ মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত এর সভাপতিত্বে বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের এক জরুরী সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি জনাব ইকবাল খান জাহিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মনিরুল ইসলাম। সভায় পূর্ববর্তী মিটিং এর আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে মোঃ মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিতকে সভাপতি ও জহুরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মো. আবুল হাসিম, সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল, সহ-সহ-সাংগঠনিক মো: সোহেল রানা , দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, কোষাধ্যক্ষ মো. কবির হোসেন, প্রচার সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ, মহিলা বিষয়ক সম্পাদিকা সোনিয়া হক, নির্বাহী সম্মানিত সদস্য কাজী শাহ আলম রাজা , নির্বাহী সদস্য মাহমুদুল আলম খান ও সদস্য রাকিব হোসেন।
সভার সভাপতি সমাপনী বক্তব্যে দৈনিক খবর পত্রিকার প্রকাশক আলহাজ্ব হাফেজ ইব্রাহিম ও সম্পাদক ব্যারিস্টার মারুফ ইব্রাহিম সহ উপস্থিত সকল গণমাধ্যম কর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এবং বনশ্রী আফতাবনগর প্রেসক্লাব পরিবারের সাফল্য কামনা করেন।