ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উদ্যেগে সাভারের আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে অনুষ্ঠিত হয়ে গেল অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন ২০২৫। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টেরিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরাসহ আরো অনেকেই। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, বিগত বছরগুলোতে আমরা দেখেছি দেশে ধীরে ধীরে গণতন্ত্র মরে গেল। বহুদলীয় রাজনীতি মরে যেতে বসলো। কথা বলার অধিকার আমরা হারাতে শুরু করলাম। নির্বাচন আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করলো। এবং পুরো শাসনব্যবস্থা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। ভয় ত্রাসের রাজত্ব শুরু হয়েছিলো। এখানে গণতন্ত্র বলে কিছু ছিলোনা। বিগত সরকারের আমলে কঠিনতম অবস্থায় ছিলো বাংলাদেশ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৮ শতাধিক স্বেচ্ছাব্রতী তরুণ এ সম্মেলনে অংশগ্রহণ করেন।