রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

নতুন নেকব্যান্ড আনলো রিয়েলমি

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

ওয়্যারলেস ইয়ারফোন এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সবার কাছে। তরুণ প্রজন্ম তো আছেই সেই সঙ্গে সব বয়সী নারী-পুরুষ এই পণ্যটি ব্যবহার করছেন। ফলে নির্মাতা প্রতিষ্ঠানগুলোও নতুন সব ফিচার যুক্ত ইয়ারবাড আনছে বাজারে। এবার জনপ্রিয় রিয়েলমি ব্র্যান্ড নতুন নেকব্যান্ড আনছে বাজারে।
রিয়েলমি বাডস ওয়্যারলেস ৫ এএনসি নেকব্যান্ড স্টাইলের এই ওয়্যারলেস হেডসেটে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। ৫০ ডেসিবেল পর্যন্ত হাইব্রিড নয়েজ ক্যানসেলেশন সম্ভব এই হেডফোনের সাহায্যে। ১৩.৬ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার রয়েছে রিয়েলমির নতুন এই ইয়ারফোনে।
তিনটি অ্যাডাপ্টিভ নয়েজ রিডাকশন লেভেল রয়েছে এই ইয়ারফোনে। এছাড়াও রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট রয়েছে। এর সাহায্যে ফোনকলের ক্ল্যারিটি আরও পরিষ্কার হয়। অর্থাৎ ফোন এলে স্পষ্টভাবে কথা শোনা যায়।
নেকব্যান্ড স্টাইলের এই ইয়ারফোন একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। ব্লুটুথ ৫.৪ সাপোর্ট রয়েছে এখানে। ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারফোনে। অর্থাৎ একসঙ্গে এই ইয়ারফোন দুটো ডিভাইসে যোগ করা যাবে।
একবার পুরো চার্জ দিলে ৩৮ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে। অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার চালু থাকলে একবার চার্জ দিলে ২০ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে ইয়ারফোন। মাত্র ১০ মিনিটের চার্জে ২০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে। ডাউন সিলভার, মিডমাইট ব্ল্যাক, টুইলাইট পার্পেল-এই তিন রঙে ভারতে নেকব্যান্ডের দাম ১ হাজার ৭৯৯ রুপি। সূত্র: গ্যাজেট ৩৬০




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com