বিপিএল শেষ সিলেট স্ট্রাইকার্সের। প্রথম দল হিসেবে এবারের আসর থেকে ছিটকে গেল তারা। যদিও এখনো বাকি দুই ম্যাচ, তবে নেই প্লে অফের সম্ভাবনা। অন্যদিক সহজ জয়ে প্লে অফ নিশ্চিত করলো ফরচুন বরিশাল।
রংপুর রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে অফে বরিশাল। গতকাল রোববার সিলেটকে বিদায় করে শেষ চারে উঠে তামিম ইকবালের দল। মিরপুরে আজ আরিফুল হকের দলকে ৮ উইকেটে হারিয়েছে তারা।
এদিন টসে জিতে আগে ব্যাট করে ১৮.১ ওভারে ১১৬ রান তুলে সিলেট। জবাবে ১৬ ওভারেই জয় নিশ্চিত হয় বরিশালের। তাওহীদ হৃদয় (৬) ও ডেভিড মালান (৯) ব্যর্থ হলেও তামিম ইকবাল ও মুশফিকুর রহিম জয় নিশ্চিত করেন।
তামিম ইকবাল তুলে নেন ফিফটি। ৫১ বলে করেন অপরাজিত ৫২ রান। মুশফিকুর রহিম ৩০ বলে ৪২ তুলে অপরাজিত থাকেন। এর আগে ব্যাট করতে নেমে ৭.৪ ওভারে ৪৬ রান তুলতেই টপ-অর্ডারের ৫ ব্যাটারকে হারায় সিলেট। তাদের কেউ পারেনি দুই অংকের ঘরে যেতে। দারুণ ছন্দে থাকা রনি তালুকদার ৯ ও জকির হাসান করেন ৪ রান। পরে আহসান ভাটি ও জাকের আলীর ব্যাটে ভর করে কোনও রকমে এক শ’ পার করে সিলেট। জুটিতে আহসান ভাটির সাথে ২৬ বলে ৩২ রানের জুটি গড়েন জাকের। ২৯ বলে ২৮ রান ফেরেন আহসান ভাটি। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি জাকের আলীও। ১৯ বলে ২৪ রান করে জেমস ফুলারের বলে নবির ক্যাচ হয়ে ফেরেন তিনি। এরপর তানজিম সাকিব করেন ৮ বলে ১৩ রান। অধিনায়ক আরিফুলের ব্যাটে আসে ১২।
বরিশালের হয়ে ফাহিম আশরাফ মাত্র ৭ রানে নিয়েছেন ৫ উইকেট। মোহাম্মদ নবি ও জেমস ফুলার নিয়েছেন দুটি করে উইকেট। এছাড়া রিশাদ পেয়েছেন এক উইকেট।