বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার নির্দেশেই নির্বিচারে গুলি পণবন্দীদের মুক্তির একমাত্র উপায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা : হামাস ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে মন্তব্য, আদালতে তলব রাহুল গান্ধীকে ১০ দিনের রিমান্ডে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল বিগত সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে শিশু সন্তান নিয়ে বিপাকে শহীদ আল-আমিনের স্ত্রী বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হলেন সরোয়ার ইমরান হোয়াটসঅ্যাপ অডিও-ভিডিও কলে নতুন সুবিধা পাবেন

৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

শাহ বুলবুল:
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য পেয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। উত্তরা থানা পর্যায়ে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজ ক্রিকেটে চ্যাম্পিয়ন (বালক ও বালিকা), ভলিবল (বালক) চ্যাম্পিয়ন এবং বালিকা দল রানার্সআপ। বাস্কেটবল (বালক) রানার্সআপ, টেবিল টেনিস (বালক ও বালিকা) একক ও দ্বৈত খেলায় রানার্সআপ। এছাড়াও অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রীরা পায় ১৫টি পুরস্কার। প্রতিযোগিতাকালে মাইলস্টোন কলেজ থেকে অংশগ্রহণকারীদের সার্বিক দায়িত্বে ছিলেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম। ৬ ফেব্রুয়ারি, উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত হয় থানা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সৌহার্দ্যপুর্ণ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হযরত আলী এবং থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শম্পা ইয়াসমিন। উত্তরার বিভিন্ন স্কুলÑকলেজের প্রধান শিক্ষক, অধ্যক্ষ, ক্রীড়া শিক্ষক এবং ছাত্রছাত্রীদের প্রাণবন্ত উপস্থিতি পুরস্কার বিতরণীর আনন্দময় অনুষ্ঠানকে করে তোলে আরও বেশি মনোমুগ্ধকর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com