মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::

দুর্গাপুরে যুগান্তরের রজত জয়ন্তী পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

নেত্রকোনার দুর্গাপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া, স্মৃতিচারণ ও আলোচনা সভার মধ্য দিয়ে যুগান্তরের রজত জয়ন্তী পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় স্বজন সমাবেশের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায়, যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজুয়ানুল কবীর। বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, স্বজন সমাবেশের সদস্য শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ শহীদউল্লাহ্ খান, বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাল, ওয়াহেদ আলী, মো. সিরাজুল হক, অফিসার ইনচার্জ মো. বাচ্চু মিয়া, এডভোকেট মানেশ চন্দ্র সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সমবায় অফিসার বিজন কান্তি রায়, সাবেক প্রধান শিক্ষক ও নাট্য ব্যক্তিত্ব বীরেশ^র চক্রবর্ত্তী প্রমুখ। এ ছাড়া অন্যান্যের মধ্যে প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম, নির্মলেন্দু সরকার বাবুল, মাইকেল প্রদীপ বাউল, সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, সিনিয়র সাংবাদিক জীবন কুমার রাংসা, আদিবাসী নেত্রী ও সাংবাদিক রাখী দ্রং, সাংবাদিক আ. ফ. ম সফিউল্লাহ্, ধ্রুব সরকার, ধনেশ পত্রনবীশ, এইচ এম সাইদুল ইসলাম, ডা. কামরুল ইসলাম, সুমল রায়, কালীদাস সাহা বাবু, জুয়েল রানা, আল নেমান শান্ত, আনিসুল হক সুমন, পথপাঠাগার এর সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সমাপাদক রাজেশ গৌড়, সাবেক সাধারণ সম্পাদক ওয়ালী হাসান তালুকদার সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন, সামাজিক ও ব্যক্তিগন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বৈষম্য বিরাধী ছাত্র আন্দোলনে বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্যে যুগান্তর ইতোমধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সংবাদ জগতের আইকন। যুগান্তরের সাহিত্যপাতা, সম্পাদকিয়পাতা ও স্বজন সমাবেশের আয়োজন অন্যান্য পত্রিকার চেয়ে একটু ভিন্ন। যুগান্তর এগিয়ে যাক, যুগান্তর কে শুভকামনা। উল্লেখ্য: রজত জয়ন্তী উপলক্ষে ইতোমধ্যে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া, শিশুদের মেধা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com