পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে গলাচিপা দিঘীর পাড় অফিসার্স ক্লাব এর সামনে শীত কালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী ও উপজেলা মহিলা ক্লাবের সভানেত্রী মিসেস নাহিদ আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এর সহধর্মিণী ও মহিলা ক্লাবের সাধারণ সম্পাদীকা মিসেস আফরোজা হীরা, মিসেস উপজেলা প্রকৌশলী, মিসেস লাকী মাহামুদ ও মিসেস সুরাইয়া পারভীন, প্রভাষক নাসরীন জাহান, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি মু, খালিদ হোসেন মিলটন, টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ জসীমউদ্দিন আহম্মেদ, সাংবাদিক শিশির হাওলাদার সহ গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ। উক্ত পিঠা উৎসব প্রাঙ্গণে ১২টি হরেক রকমের রসালো শীতের পিঠা প্রদর্শিত হয়। এছাড়া পিঠা উৎসবে স্টলের আশেপাশে বিভিন্ন রকমের চটপটি, ঝালমুড়ি, ফুচকা সহ শিশুদের বিভিন্ন রকমের খেলনা সামগ্রীর দোকান সোভাপায় ও ব্যাপক কিশোর, কিশোরী, যুবক, যুবতিদের সমাগম ঘটে।