শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
ফ্রিল্যান্সারদের জন্য দ্রুত ও ঝামেলামুক্ত ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংক ও বিডিএফডিএস-এর চুক্তি পরিবেশ সুরক্ষায় উদ্ভাবনী ও টেকসই ভূমিকার জন্য শিক্ষার্থীদের ‘আইএফআইসি ইকো সলভ’ সম্মাননা প্রদান ইসলামী ব্যাংকের বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিলেট অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং আল ইমাম ইসলামিক সেন্টারের পক্ষ থেকে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ফিলিস্তিন সঙ্কট সমাধান কোন পথে রুটি নেই? লেট দেম ইট কেক! ওয়াজেদ আলী খান পন্নী (চাঁদ মিয়া): জাতীয় জাগরণের অগ্রদূত ওস্তাদ আয়েত আলী খাঁ: জগদ্বিখ্যাত এক সংগীতজ্ঞের সংগ্রামী জীবনকাহিনী ফ্যাসিবাদের আওয়াজ শুনতে পাচ্ছি, অত্যন্ত বিপজ্জনক: রুহুল কবির রিজভী

যৌন নির্যাতনও বেশি বরিশালে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫

বিবিএসের জরিপ
জীবনে একবার হলেও নির্যাতনের শিকার হয়েছেন দেশের ৭৫ দশমিক ৯ শতাংশ নারী। গ্রামে এর হার ৭৬ শতাংশ এবং শহরে ৭৫ দশমিক ৬ শতাংশ। তবে বিভাগওয়ারী বরিশালে নারী নির্যাতনের হার সবচেয়ে বেশি ৮১ দশমিক ৫ শতাংশ। এই হার সব থেকে কম সিলেটে ৭২ দশমিক ১ শতাংশ। যৌন নির্যাতনের হারও বরিশাল বিভাগে বেশি ৩৫ দশমিক ৭ শতাংশ। যেখানে জাতীয় পর্যায়ে যৌন নির্যাতনের হার ২৯ শতাংশ। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশের সমন্বয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতা জরিপ-২০২৪ এর মূল তথ্যগুলো প্রকাশিত হয়। ২০১১ এবং ২০১৫ সালের জরিপের পর তৃতীয়বারের মতো ২০২৪ সালের নারীর প্রতি সহিংসতার এই জরিপটি বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার প্রকৃতি, মাত্রা এবং প্রভাব সম্পর্কে সবচেয়ে বিস্তৃত এবং সমসাময়িক প্রেক্ষাপটের প্রকৃত চিত্র উপস্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন।
জরিপে দেখা গেছে, বরিশালের পরেই যৌন নির্যাতন বেশি হয় চট্টগ্রাম বিভাগে ৩৪ দশমিক ১ শতাংশ। এছাড়া খুলনায় ২৯ দশমিক ৯, ঢাকায় ২৭ দশমিক ৮, রাজশাহীতে ২৭ দশমিক ২, ময়মনসিংহে ২৩ শতাংশ, রংপুরে ২৬ দশমিক ৬ শতাংশ, ও সিলেটে যৌন নির্যাতনের হার ২৮ দশমিক ২ শতাংশ। শহর ও গ্রামে যৌন নির্যাতনের হারে খুব বেশি পার্থক্য নেই। শহরে যৌন নির্যাতনের হার ৩১ দশমিক ১ এবং গ্রামে ২৮ শতাংশ। গত ১২ মাসেও যৌন নির্যাতন বেশি হয়েছে বরিশালে। জাতীয় পর্যায়ে গত মাসে দেশে যৌন নির্যাতনের শিকার হয়েছেন ৯ দশমিক ৪ শতাংশ নারী। সেখানে বরিশালে এর হার ১৩ দশমিক ২ শতাংশ। এর পরেই গত ১২ মাসে যৌন নির্যাতন বেশি হয়েছে চট্টগ্রামে ১১ দশমিক ২ শতাংশ। এছাড়া গত ১২ মাসে ঢাকায় ৮ দশমিক ৭ শতাংশ, খুলনায় ৯ দশমিক ১ শতাংশ, ময়মনসিংহে ৭ দশমিক ৬ শতাংশ, রাজশাহীতে ৭ দশমিক ৮ শতাংশ, রংপুরে ৯ দশমিক ১ শতাংশ এবং সিলেটে ১০ দশমিক ৭ শতাংশ নারী যৌন নির্যাতনের শিকার হয়েছেন। গত ১২ মাসে গ্রামে ৮ দশমিক ৯ শতাংশ এবং শহরে ১০ দশমিক ৫ শতাংশ নারী যৌন নির্যাতনের শিকার হয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com