করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমের ফলে কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর থেকে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া দিনমজুরীরা। তাদের দুর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল। বুধবার দুপুরে উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয়, মধুমতি বাজার, চাতরা বাজার, চককীর্তি বাজার ও ধাইনগরে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৪ কেজি আলু, ও ১ লিটার সোয়াবিন তেল প্রদান করা হয়। উপজেলা এনজিও ফোরামের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুই শতাধিক পরিবারের মাঝে এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি করোনাভাইরাস সচেতনতায় জনসাধারণের মাক্স বিতরণ করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান, উপজেলা এনজিও ফোরামের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক মঈন আলী, মধুমতি বিজনেস ডেভেলপমেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানাসহ আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলায় নি¤œআয় চার শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ই-খ/খবরপত্র