‘‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে জাতীয় ক্রীড়া দিবস। রোববার সকালে নানা আয়োজনে এদিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা হোপ এর ক্রীড়া শিক্ষার্থীদের নিয়ে এক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিসাবরক্ষন কর্মকর্তা মোক্তাদির হোসেন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, বাংলাহোপ এর ম্যানেজার মেজর বিশ^াস, কোচ জুম্মান ঢালী প্রমুখ। ইউএনও নাভিদ রেজোয়ানুল কবীর বলেন, খেলাধুলা শিশু ও তরুণদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্বজ্ঞান ও কর্তব্যপরায়ণতার সৃষ্টি হয়। ভালো খেলোয়ার কখনোই নৈতিকতা বিরোধী কাজ করতে পারে না। খেলাধুলার মান উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হবে, সেইসাথে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। উল্লেখ্য: বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাহোপ এর তত্ত্বাবধানে, দুর্গাপুর উপজেলার নারী ফুটবল দল, ইতোমধ্যে জেলা চ্যাম্পিয়ান হয়ে এখন জামালপুর জেলায় অংশগ্রহন করবে। এছাড়া আরেকটি দল ঢাকা বিভাগে নারী ফুটবল হিসেবে খেলায় অংশগ্রহন করবে।