নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম সান্টুকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় শুক্রবার (৪এপ্রিল) বিকেলে ইউনিয়নের চাকই চৌরাস্তা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিছালী ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাঁসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ। আরও বক্তব্য দেন বিছালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক হালিম মোল্যা, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান। সমাবেশে মুজাহিদুর রহমান পলাশ বলেন, আওয়ামীলীগের দোসরা বোমা হামলা করে বিএনপি নেতাকে খুন-জখম করতে চেয়েছিল। আ’লীগ সন্ত্রাসী কর্মকান্ড করে বিএনপির নেতা-কর্মীকে দাবিয়ে রাখতে পারবে না। জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। উল্লেখ্য, গত ২ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে রাশেদুল ইসলাম সান্টু মধুরগাতি বাজার থেকে বাড়ি ফেরার পথে মধুরগাতি মোল্যাবাড়ি পারিবারিক কবর স্থানের কাছে পৌঁছালে তাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ককটেল নিক্ষেপ লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা পেয়েছেন চাকই-ভবানীপুর বাজার কমিটির সভাপতি সান্টু। এ বিষয়ে নড়াইল সদর থানায় সাধারণ ডায়রি করেছেন তিনি।