শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

বৈশাখের আগে বাজারে উত্তাপ ছড়াচ্ছে পদ্মার ইলিশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ, এটি অনেকের কাছেই শুধু একটি ক্যালেন্ডারের তারিখ। তবে বাঙালির কাছে এটি সংস্কৃতি, ঐতিহ্য ও আবেগের একটি প্রতিচ্ছবি। প্রাচীনকাল থেকেই খুবই আনন্দের সঙ্গে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। পহেলা বৈশাখের একটি খাবার হচ্ছে চিড়া ভেজা, মুড়ি, মিঠাই, নারকেল কলার মিশ্রণ। এ ছাড়া আরও একটি জনপ্রিয় খাবার হলো পান্তা-ইলিশ।
এই উৎসবকে সামনে রেখে বাজারে উত্তাপ ছড়াতে শুরু করেছে পদ্মার ইলিশ। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,৮০০ থেকে ২,০০০ টাকায়। এছাড়া দেড় কেজি ওজনের ইলিশ ২,৫০০ টাকা। আর ২,২০০ টাকায় বিক্রি হচ্ছে ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ।
এ দিকে রমজানের শেষ সপ্তাহেই বেড়েছিল চালের দাম। পবিত্র ইদুল ফিতরের পর দ্বিতীয় শুক্রবারে এসেও বাজারে চালের দাম চড়া। মানভেদে প্রতি কেজি চালে বাড়তি ৮-১৫ টাকা গুণতে হচ্ছে ক্রেতাদের। তবে আসছে বৈশাখে চালের দাম কমতে পারে বলে আশ্বাস বিক্রেতাদের।
অপর দিকে বাজারে আসতে শুরু করছে গ্রীষ্মকালীন সবজি, কিছু সবজির দাম নাগালের মধ্যে থাকলেও দাম বেশি বলছেন ক্রেতারা। পটল বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজিতে, ঢেঁড়স প্রতি কেজি ৫০ টাকা, আকারভেদে লাউ প্রতি পিস ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। লাল শাক প্রতি আটি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা, পুঁইশাক ৩০-৪০ টাকা আটিতে বিক্রি হচ্ছে। তবে সবজির দাম বিক্রেতারা নাগালের মধ্যে আছে বললেও দাম বেশি বলছেন ক্রেতা।
যদিও মাছ ও মাংসের সঙ্গে কমতে শুরু করেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। বিক্রেতারা বলছেন, প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজিতে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com