শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নাই : হাবিব

ইকবাল হোসেন:
  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

আগামী দিনে আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নাই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেছেন, একমাত্র তারেক রহমানই পারেন বাংলাদেশকে সাহসিসকতার সঙ্গে নেতৃত্ব দিতে।
পতনের আগেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশঙ্কা করেছিলেন তাদের পতন হলে একদিনে আওয়ামী লীগের ৫ লাখ লোক মারা যাবে। কিন্তু স্বৈরাচারি হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আমরা কী দেখলাম? তারেক রহমানের নেতৃত্বের কারণে দেশে কোনো অরাজকতা হয়নি। কারণ তারেক রহমান স্পষ্ট করে আমাদের জানিয়ে দিয়েছিলেন, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না।
গত শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সংস্কারে বিএনপির কোনো আপত্তি নেই জানিয়ে হাবিব বলেন, আমরা সংস্কারের বিরোধী নই। কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা যাবে না। সংস্কার শেষে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সুষ্ঠু নির্বাচনের কথা বললেই সংস্কারের বিরোধিতা করা নয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি সালাউদ্দিন খান, সাধারণ সম্পাদক আলতাব হোসেন সরদার, তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, গাজীপুর মহানগর কর্মজীবী দলের সভাপতি মো. আইয়ুব খান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com